প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ণ
সিলেটবাসীর ৮দফা দাবি গণদাবিতে রূপান্তরিত হচ্ছে-টিলাগাঁও স্টেশনে বিশাল মানববন্ধন কর্মসূচি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ টিলাগাঁও স্টেশন চালুসহ সিলেটবাসীর ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) এক বিশাল মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। টিলাগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের আয়োজনে ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা ও ৩ বারের সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহ সভাপতি গোলাম শাহ্ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা আল ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা এম এ শহীদ, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বেগ, ৬নং ওয়ার্ডের সদস্য কয়ছর রশীদ, সাবেক ইউপি সদস্য দেওয়ান মো. চান্দ আলী, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল ওদুদ চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি সৈয়দ এমরান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনিছুর রহমান লকুছ, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, ওয়ার্ড বিএনপি'র সভাপতি আইয়ুব আলী, সমাজসেবক মাওলানা হারুন অর রশীদ, আতাউর রহমান মনাফ, সৈয়দ আব্দুল মতিন, লালপুর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আতিকুর রহমান, স্বাগত বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সিলেটবাসী এই গণদাবী না মানলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সড়ক পথ উন্নয়নের নামে অচল করে রাখা হয়েছে। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুণ নয়তো কড়া মাশুল গুনতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগে রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইতোমধ্যে কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল এবং কুলাউড়ার ভাটেরা এবং সর্বশেষ টিলাগাঁও ইউনিয়নে ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.