মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষের উপস্থিতি। উৎসবে পরিণত হয় পুরো এলাকাজুড়ে।
প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের এই দিনটিকে ঘিরে নদীপাড়ে নেমে আসে উৎসবের আমেজ।
শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ-সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের সুর, ঢোল-তবলার তাল, বৈঠার ছন্দে আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে কুশিয়ারা নদীর পাড়।
দর্শনার্থীদের মধ্যে অনেকে এসেছেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে; কেউ এসেছেন কোলে করে ছোট্ট শিশু নিয়ে। কেউ আবার পাড়ি দিয়েছেন দূরদূরান্ত থেকে—সিলেট, হবিগঞ্জের নবীগঞ্জ, আজমীরিগঞ্জ, রানীগঞ্জ থেকেও বহু মানুষ যোগ দিয়েছেন এই নৌকা বাইচে।
হামরকোনা গ্রামবাসীর আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করে ১৩টি নৌকা। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান। কর্নেল আহমদের সভাপতিত্বে এবং মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজনটি পরিচালিত হয়।
প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (মোটরসাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের নৌকার তরী এবং নবীগঞ্জের গুতগাওয়ের নৌকার তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। এ ছাড়া তৃতীয় হয়েছে কানাইশাহর নৌকার তরী।