রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। কর্মশালার সঞ্চালনা করেন মো: শাখাওয়াত হোসেন, সুপারিনটেনডেন্ট, বাংলাদেশ প্রেস কাউন্সিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের এবং রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর। এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার কর্মশালায় যোগ দেন।
কর্মশালায় মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকতার নৈতিকতা রক্ষার ওপর বিস্তারিত আলোচনা হয়।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল জানায়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.