প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে জমজমাট ‘গ্র্যান্ড সামার এক্সিবিশন ২০২৫

তাপস দাশ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে শুরু হয়েছে আলোচিত গ্রীষ্মকালীন আয়োজন—‘গ্র্যান্ড সামার এক্সিবিশন ২০২৫’।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে তৃতীয় তলায় বসে এই রঙিন মেলার আসর, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক পণ্যে সেজেছে একাধিক স্টল।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে প্রদর্শনীটি। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় ভারতের কুর্তি ও টু-পিস, পাকিস্তানি স্টাইলের ড্রেস, বোরকা, আবায়া, হ্যান্ডক্রাফট, ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস, হোমমেড কেকসহ নানান পণ্য স্থান পেয়েছে। দেশি উদ্যোক্তাদের পাশাপাশি রয়েছেন বিদেশি পণ্যের বিক্রেতারাও, ফলে স্টলগুলোতে দেখা যাচ্ছে বৈচিত্র্যের ছাপ।
উদ্যোক্তারা জানাচ্ছেন, নারীদের হস্তশিল্প ও নিজস্ব উদ্যোগে তৈরি পণ্যগুলো জনসম্মুখে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। এতে যেমন সৃজনশীলতা তুলে ধরা যাচ্ছে, তেমনি আত্মকর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন।
মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ প্রয়োজনীয় পণ্য কিনেছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে ঘুরেছেন পছন্দের স্টলগুলোতে।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন শুধু একটি সাময়িক প্রদর্শনী নয়—বরং শ্রীমঙ্গলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিক উন্মোচনের একটি পদক্ষেপ। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.