জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে 'চ্যানেল এস' এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী'র অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলার জুড়ীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুড়ী প্রেসক্লাবের আয়োজনে এবং 'চ্যানেল এস' এর জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতায় শহরের সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল।
এতে বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মো: তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আজিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজান আলী, সহ সভাপতি আপ্তাব আলী, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য হারিস মোহাম্মদ, ছাত্র সমন্বয়ক মোঃ তারেক মিয়া, প্রবাসী যুবনেতা সুমন আহমদ, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ এমরান হোসাইন মনিয়ার, সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ, জায়ফরনগর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম হৃদয়, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মোঃ খোকন মিয়া, পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আসুক মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আহমদ, প্রবাসী আইজুল ইসলাম সহ অনেকেই।
শোক সভায় বক্তারা বলেন, দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস' এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী'র অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর কলম ও কণ্ঠ সবসময়ই নির্ভীক ভূমিকা রেখেছে। পেশাগত জীবনে তিনি ছিলেন সততার প্রতীক, সহকর্মীদের কাছে নির্ভরতার স্থান এবং তরুণ সাংবাদিকদের জন্য প্রেরণার এক আলোকবর্তিকা। কর্মস্থলে তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতা সহকর্মীদের হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.