প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌর বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিলে মো: অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো: অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো: কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পেয়েছেন ১৩৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাফিজুর রহমান শাহীন পেয়েছেন ১০১ ভোট।
শনিবার(২০শে সেপ্টেম্বর ) রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এ ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপি'র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলালসহ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার মো: ফখরুল ইসলাম জানান, উৎসব মুখর পরিবেশে কাউন্সিলে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়ে নিজেদের নেতা নির্বাচিত করেন। মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এরমধ্যে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন। আগামীর নেতৃত্ব নির্বাচন করে জাতীয় নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সচ্ছ ভাবে নিজেদের ভোট প্রয়োগ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.