রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রথমে মৌলভীবাজার সদরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল মাঠের মহেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে তিনি রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এসময় ডিআইজি সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে ডিআইজি মৌলভীবাজার পৌঁছালে তাকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলা পুলিশ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.