রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। বিশ্ব হার্ট দিবসের মূল উদ্দেশ্য হলো— হৃদরোগের ক্রমবর্ধমান ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে একটি সুস্থ হৃদয়ের অধিকারী হতে উদ্বুদ্ধ করা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫ ইং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি সোমবার সকালে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক ডাডলি ডেরিক প্রেন্টিস বলেন, সুস্থ হৃদয়ই সুস্থ জীবনের ভিত্তি। অথচ এই রোগ প্রতিরোধযোগ্য হয়েও প্রাণঘাতী হয়ে উঠছে।প্রায় ৮০ শতাংশ হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব-নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাদ্য, ঘুম এবং মানসিক প্রশান্তির মাধ্যমে।প্রতিটি হৃদস্পন্দন জীবনের জন্য অপরিহার্য্য। নিজের প্রতি যত্ন নিন, নিজের মানসিক শান্তি ও সুস্থতাকে গুরুত্ব দিন।আসুন, আমরা সবাই সচেতন হই, হৃদয়ের যত্ন নিই এবং স্বাস্থ্যকর জীবনযাপন করি ।
তিনি আরও বলেন, হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অঙ্গটি আমাদের বুকের মাঝখানে থাকে তার দুইদিকে ফুসফুস থাকে। হার্ট আমাদের জীবন রক্ষাকারী অঙ্গ এবং এটা আমাদের দেহের পরম বন্ধু কিন্তু স্পর্শকাতর অঙ্গ। হার্ট আমাদের রক্ষা করে, কিন্তু হার্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য রোগের মতো চিকিৎসা পাওয়ার অতটা সময় পাওয়া যায় না। এর জন্য হার্টের প্রতি যত্নশীল হতে হবে। হার্টকে গুরুত্ব দিতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.