প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আসিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১লা অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শ্রীমঙ্গল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১), তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশাক ব্যবসায়ী ছিলেন।
গুরুতর আহত দু'জন হলেন—অজয় সিং (৪২), শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক কার্যকরী সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
অপরদিকে সাবেক পৌর কাউন্সিলর মিল্লাত মিয়ার ছেলে তানভীর হোসেন জনিকে সিলেটে মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন। মোঃ তানভীর হোসেন (জনি) তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.