প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে রাতের ডাকাতির চেষ্টা ব্যর্থ: পর্যটকদের নিরাপত্তা এখন প্রধান চ্যালেঞ্জ

তাপস দাশ, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় রবিবার (১২ অক্টোবর) রাত প্রায় ১১টার দিকে একদল ডাকাতের চেষ্টা স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হয়। ডাকাতরা মহাসড়কের উপর গাছ ফেলে চলন্ত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালালে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে প্রতিরোধ গড়ে তোলে। তাদের সাহসিকতা দেখে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ এসে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনা ঘটেছে থানার মাত্র কয়েকশ’ মিটার দূরত্বে, যা পুলিশি টহল কার্যক্রমের যথাযথতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক সময়ে রাতের বেলায় এই মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে ঢাকা–শ্রীমঙ্গল রুট ব্যবহার করা পর্যটকদের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু বলেন, “রাতের সময়ে মহাসড়কে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। দ্রুত টহল জোরদার করা না হলে পর্যটকরা নিরাপত্তাহীনতার শিকার হবেন এবং শ্রীমঙ্গলের পর্যটন সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।”
সাংগঠনিক সম্পাদক রাসেল আলম যোগ করেন, “স্থানীয়দের সাহসিকতায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও এটি সতর্কবার্তা। নিয়মিত পুলিশি টহল ও নজরদারি এখন সময়ের দাবি।”
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্টরা প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে শ্রীমঙ্গলের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.