প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সিলেট রোডে স্পেশাল ট্রেন ও রেলপথ সংস্কারের দাবিতে মানববন্ধন

তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় সাধারণ মানুষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল-সিলেট রেলপথ সংস্কার ও উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
বক্তারা আরও বলেন, রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তারা অবিলম্বে রেলপথ সংস্কার, দ্রুতগতির ট্রেন চালু এবং ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
আয়োজকরা জানান, এই আট দফা দাবির মধ্যে রয়েছে—শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, পুরোনো রেললাইন সংস্কার, যাত্রীসেবার মানোন্নয়নসহ বেশ কিছু দাবি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারের দ্রুত পদক্ষেপ নিলে শ্রীমঙ্গল ও সিলেট অঞ্চলের পর্যটন, ব্যবসা ও সার্বিক উন্নয়ন আরও গতি পাবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.