প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ধান কাটতে গিয়ে মিলল বিরল অজগর, নিরাপদে উদ্ধার

তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)–এর অফিসসংলগ্ন ধানখেত থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বুধু বাবুর বাড়ির পাশের খোলা জায়গায় ধান কাটার সময় শ্রমিকরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কে কাজ বন্ধ করে দেন।
ঘটনার পর বুধু বাবু বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাপটি পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত হন যে এটি সম্পূর্ণ অক্ষত অবস্থার একটি অজগর। উদ্ধারকারী দলের মতে, পাঁচ ফুট দৈর্ঘ্যের হওয়ায় সাপটির ওজন আনুমানিক ৬ থেকে ১০ কেজি হতে পারে।
এরপর সাপটিকে ধানখেত থেকে সতর্কতার সঙ্গে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিরাপদে হস্তান্তর করা হয়।
স্বপন দেব সজল বলেন, “অজগর স্বভাবগতভাবে আক্রমণাত্মক নয়। মানুষ সচেতন হলে এমন সাপ দেখেও ভয় পাওয়ার কিছু থাকে না। আমরা সাপটিকে বিনা আঘাতে উদ্ধার করতে পেরেছি।”
উদ্ধার অভিযানের পর এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.