অনলাইন ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের ঘটনায় গভীর মানসিক যন্ত্রণা ও রাজনৈতিক দুঃখবোধের কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুদিনে বহিষ্কারের আদেশ পাওয়া তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক ও বিস্ময়কর অধ্যায়। তিনি জানান, খালেদা জিয়াকে তিনি শুধু দলনেত্রী নয়, রাজনৈতিক অভিভাবক হিসেবেও দেখতেন।
রুমিন ফারহানার ভাষ্য, যে আদর্শে তিনি রাজনীতি করেছেন এবং যার অনুপ্রেরণায় আপসহীন পথ বেছে নিয়েছেন, সেই নেত্রীর মৃত্যু দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগেই খালেদা জিয়া তাঁর সঙ্গে কথা বলেছেন এবং মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
নির্বাচনে থাকার সিদ্ধান্তের ব্যাখ্যায় রুমিন ফারহানা বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই করা মানে একা দাঁড়িয়ে যাওয়ার সাহস দেখানো। আপস না করে প্রতিকূল স্রোতের বিপরীতে দাঁড়ানোর শিক্ষা তিনি তাঁর নেত্রীর কাছ থেকেই পেয়েছেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এই আসনে বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.