টাইমস নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডা. নজরুল হোসেন বলেন, স্ট্রোকের পর তার অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক অবস্থার কারণে সেটি করা সম্ভব হচ্ছে না।
ইউরিন আউটপুট ঠিক আছে, হার্ট ভালো আছে। তবে ব্রেনের ফাংশন কিছুটা অবনতি হয়েছে।’
তিনি বলেন, ‘চোখের মণি ডায়ালেটেড হচ্ছে না (চোখে যখন আলো যায় তখন চোখের মণি সংকুচিত কিংবা প্রসারিত হচ্ছে না)। কোনও ধরনের রি-অ্যাকশন পাওয়া যাচ্ছে না।
একইসঙ্গে ব্রেনস্টেম রিফ্লেক্স অনুপস্থিত। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেনের অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া শুরু করতে পারেন।’
আজ শুক্রবার (৭ মার্চ) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ আরেফিন সিদ্দিক।
তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন।
অধ্যাপক সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আরেফিন সিদ্দিক ব্যাংক থেকে টাকা তোলেন। তারপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.