প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
ঢাকায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি মেলেনি, চট্টগ্রামে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সর্বস্তরের সুন্নি জনতা’।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সাড়ে ১০টার দিকে ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে নগরের শুলকবহর এলাকায় সড়ক অবরোধ করা হয়। পরে তারা প্রায় আড়াই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করা হয়। মূলত ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি হওয়ার কথা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি। তার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনকারীদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তাদের অন্যতম দাবি ঢাকায় কর্মসূচির অনুমতি দিতে হবে।
মো. ওমর নামের একজন বলেন, ফিলিস্তিনের মুক্তির দাবিতে ঢাকায় বৃহৎ কর্মসূচি ছিল। সেটি অনুমতি না দেওয়ায় ‘গণপ্রতিরোধ কর্মসূচি’ পালন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শুক্রবার) সকাল ১০টার মধ্যে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের অনুমতি না দিলে জুমার পর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।’
অবরোধের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.