প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে নানান অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বহুল প্রতিক্ষিত শিব মন্দির প্রতিষ্ঠা এবং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে নবনির্মিত শিব মন্দিরে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
এ সময় লোকনাথ সেবাশ্রম এর কার্যপরিষদের সভাপতি অমলেন্দু দেবরায় অনাথ, সাধারণ সম্পাদক চন্দন রায়, সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, বিজন কান্তি পাল, হিমু নাহা, হরি দাস, রাজ সরকার, রিপন দেব, বিপ্লব দাস, লিটন রায়, মদন মোহন পাল, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক প্রমুখ উপস্থিত ছিলেন।
নবনির্মিত শিব মন্দিরে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নানান অনুষ্ঠানমালার মধ্যে সকালে চলে পূজাঅর্চনা, দুপুরে অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, ভজন কির্তনের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী বিপুল লোকের সমাগম ঘটে। চন্ডি পাঠ করেন প্রকৌশলী শ্রী অরুণ ভট্টাচার্য্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.