প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ণ
হেফাজতের মহাসমাবেশ আজ

সদরুল আইনঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ আজ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে এ মহাসমাবেশ করতে যাচ্ছে তারা।
এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।
শনিবার সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এ মহাসমাবেশ। চলবে দুপুর ১টা পর্যন্ত। দলটির পক্ষ থেকে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিচ্ছেন।
সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।
হেফাজতের চার দফা দাবি—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.