প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার শহিদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

সিলেট ডেস্ক:
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগনের রক্তের উপর দিয়ে। এ দেশ কখনো স্বাধীন হত না যদি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ পথে না নামত।
সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী ও আন্দোলনমুখী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে পরিবর্তন জুলাই এবং আগস্টে সূচিত হয়েছে, সে পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। নতুন রাষ্ট্র হবে সর্বসাধারণের। নতুন এই রাষ্ট্রের মূল দায়িত্ব হবে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণ সুনিশ্চিত করা। সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এ দায়িত্ব বিবেকের সাথে পালন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠন করতে হবে।
এ দেশের মানুষ সবসময় সংগ্রামী ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা নতুন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দেড় দশকের নিপীড়ন, দুঃশাসন ও অবিচারে যখন জনগণ হতাশায় নিমজ্জিত হয়ে আশার আলো খুঁজছিল, তখনই দেশের বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে অত্যাচারের শেকল থেকে মুক্ত করেছেন। তাদের এই শাহাদাত বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করেছে। শহিদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সোমবার (৫ মে) জেলা পরিষদ সিলেটের সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এ সিলেট জেলার শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু এবং দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন-নূর।
অনুষ্ঠান শেষে সিলেট জেলার ১৪ জন শহিদ ছাত্র-জনতার পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.