প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
একটি সুন্দর পরিকল্পনায় পারে যেকোন কঠিন কাজকে সফল করতে: ইউএনও লোহাগাড়া

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। ২০২৪ সালে জুলাই আন্দোলন থেকে এই মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
ধারাবাহিক ভাবে মানবতার পরিচয় দিয়ে যাচ্ছেন এই ফাউন্ডেশনটি৷ ফেনীতে গত বন্যার সময় তাৎক্ষণিক অসহায় মানুষের পাশে বিরাট ভূমিকা রেখেছেন এই মানবিক ফাউন্ডেশন৷ শুধু তাই নয় বিভিন্ন মানবিজ কাজ যেমন, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিকভাবে সহয়তা, দরিদ্র যেকোন রোগীর পাশে আর্থিক সহয়তা, হঠাৎ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
এইছাড়াও সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রচেষ্ঠায় দেশের দূর্যোগ পরিস্থিতিতে মহাসড়কে সপ্তাহব্যাপি ট্রাফিক এর কার্যক্রম পরিচালন করেন। গত রমজান মাসে এই ফাউন্ডেশন এর উদ্যেগে প্রায় ২শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সবচেয়ে আলোচিত যে কার্যক্রমটি যখন বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিল ঠিক সেই কঠিন পরিস্থিতিতে এই মানবিক ফাউন্ডেশন ক্রয় মূল্যে সবজি বিক্রয় এর প্রোগ্রাম করে দক্ষিণ চট্টগ্রামে সোশ্যাল মিডিয়া হতে শুরু করে একাধিক প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে সারা দেশে প্রশংসার উৎসব মূখর পরিবেশ তৈরি করে৷ পূর্বের ন্যায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখার জন্য ৮মে (বৃহস্পতিবার) বিকেলে লোহাগাড়া উপজেলা ( ইউএনও) কার্যালয়ে সরাসরি মতবিনিময় করে সাতকানিয়া লোহাগড়া মানবিক ফাউন্ডেশন এর লোহাগাড়ার টিম৷
এসময়ে উপস্থিতির উদ্দেশ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান (ইউএনও) বলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়৷ পূর্বের ন্যায় যেকোন মানবিক কাজে সার্পোট দেওয়ার চেষ্ঠা থাকবে৷ সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর পাশাপাশি যত মানবিক ফাউন্ডেশন আছে সবসময়ই উপজেলার পক্ষ হতে সার্বিক সহয়তা থাকবে৷ সকলে একতাবদ্ধ হয়ে যে কাজ সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে সবাই মিলে যেকোন কঠিন উদ্দেশ্য সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলে তা নিশ্চয় সফল হওয়ার যোগ্যতা রাখে।
এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর আহ্বায়ক ফাহাদ চৌধুরী , রাকিবুল ইসলাম ও মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়ার ২০২৫-২০২৬ সালের নবগঠিত সভাপতি মোঃ মোর্শেদ আলম, আব্দুল আল মুহিত অর্থ সম্পাদক, তোহিদুল ইসলাম আফরান সাংগঠনিক সম্পাদক, সাইমন চৌধুরী প্রচার সম্পাদক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.