সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও আহবায়ক আব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, হাজী হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সামছু মিয়া ও এমএ সবুর, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, মোঃ জসিম মিয়া, আব্দুল হেকিম ও হারুনুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে সামছু মিয়া ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল থেকেই আমরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করছি। আজ সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায় জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ড বিএনপি'র সদস্যরা ইউনিয়ন বিএনপি'র নেতা নির্বাচন করেছেন। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা নির্বাচিত হতে পারেননি তারাও আমাদের ভাই আমাদের দলের কর্মী। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.