প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের দ্বি-বার্ষিক নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আগামী ১৭ মে নির্বাচন

উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মিডিয়া পাড়ায় দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। সিলেটের দৈনিক ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির এই নির্বাচনকে ঘিরে প্রতিটি পত্রিকার অফিসে চলছে নির্বাচনী আমেজ। ফটো সাংবাদিকদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে পত্রিকা অফিসের নিউজের টেবিলে চলছে আলাপ-আলোচনা। সারাদিন ব্যস্ত থাকার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য কাজ করেন সাংবাদিকরা। কিবোর্ড দিয়ে কম্পিউটারে কম্পোজ করছেন আর চায়ের কাপে চুমু দিয়ে চা পান করছেন। তার মধ্যে প্রার্থীরা গিয়ে হাজির হচ্ছেন পত্রিকা অফিসে, সবার কাছ থেকে নিচ্ছেন দোয়া।
মনোনয়ন সংগ্রহের পর থেকেই বসে নেই প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।
ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছেন। সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মধুবন মার্কেটের চতুর্থ তলায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস ও জিন্দাবাজার সহির প্লাজায় অনন্যা নেটে বিকেল থেকে প্রার্থী ও ভোটারদের মিলন মেলা বসছে প্রতিদিন। নির্বাচনকে ঘিরে জমছে আড্ডা। দল বেঁধে চায়ের আড্ডা ও ছবি তোলা হচ্ছে প্রার্থী ও ভোটারদের নিয়ে।
আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হলরুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এবারের নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, তারা হলেন- মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল। সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আশকার ইবনে আমিন লস্কক রাব্বী ও মো. নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন। কোষাধ্যক্ষ পদে ২জন। তারা হলেন- মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল। নির্বাহী সদস্য পদে আজমল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮টি পদের মধ্যে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী। বাকী ৪টি পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.