প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ
বাঘায় আগুনে পুড়লো বসত বাড়ি ,মারা গেল দুই গরু

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে গভীর রাতের অগ্নিকান্ডে দুই জনের বসতবাড়ির চারটি কক্ষসহ দুটি গরু পুড়ে মারা গেছে । আরো একটি গরু মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছে। সব মিলে আনুমানিক ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাত সোয়া একটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের শামীম হোসেনের গরুর ঘরে লাগা আগুনে তাৎক্ষণিক দুইটি গরু মারা যায়। সেখান থেকে মৃতপ্রায় অবস্থায় একটি গরু উদ্ধার করা হয়। সে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা খড়ের পালায় আগুন লেগে তার বসতবাড়ির একটি সেমি পাঁকা ঘরের একটি কক্ষ ও আর একটি কক্ষের বারান্দা পুড়ে যায়। সেই আগুন নিয়ন্ত্রণ করার আগেই পাশের বাড়ি সানারুল ইসলামের বসতবাড়ির দুটি কক্ষ পুড়ে যায়।
বাড়ির মালিক শামীম হোসেন জানান, ফায়ার সার্ভিস এর দল আসার আগে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। তিনি আরও জানান এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা গরুটি মাংস ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা দাম ধরে নিয়ে গেছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত পাশের বাড়ির সানারুল ইসলামের দাবি তার দুটি কক্ষ ও একটি টিনের চালা পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, মশার কয়েলের আগুন থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.