মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
পত্নীতলায় কারিতাসের প্রতিবন্ধী শিশুদের জন্য থেরাপি, কাউন্সিলিং পূনর্মিলন কর্মসূচির জিও, এনজিও'দের সাথে নেটওয়ার্কিং, লবিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ) সকাল ১১ টায় পত্নীতলা উপজেলা হলরুমে কারিতাস রাজশাহী'র আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হকের সভাপতিত্বে এ কর্মশালা শুরু হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবু ফিরোজ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভিন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশিষ কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চিলিক সমন্বয়কারি আছির উদ্দিন প্রমূখ।
কর্মশালায় প্রতিবন্ধীদের প্রতি সমবেদনার দৃষ্টিভঙ্গি পরিহার করে সহভাগিতার মানসিকতা প্রদর্শনের আহবান জানান। বিভিন্ন এনজিও এবং সরকারি দপ্তর সমন্বিতভাবে, পারষ্পরিক শেয়ারিং করে স্থানীয় উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার ঘোষণা দেন। কারিতাস অত্রাঞ্চলে প্রতিবন্ধী শিশু ও ট্রাইসাইকেল, হুইল চেয়ার, হেয়ারিং এইড, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সহায়তা প্রদান ও চাহিদা মোতাবেক সহায়ক উপকরণ প্রদান এবং টেকসই ও উৎপাদনমূখী আর্থিক কাজে সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও পিছিয়ে পড়া নারী ও আদিবাসীদের অভিগম্যতা ও ক্ষমতায়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.