প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ মে) সকাল থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রথম ধাপের প্রশিক্ষণে উপজেলার জামালপুর, বাহাদুরসাদী, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপে জাঙ্গালিয়া, নাগরী ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। প্রশিক্ষক হিসেবে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার ও যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূঁইয়া।
প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আলতাফুর রহমান, প্রকল্প হিসাব সহকারি মো. এনামুল হক প্রমুখ।
এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.