প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে -এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সমাজসেবা অধিদপ্তরের ফরিদপুর সদর উপজেলা কর্মকর্তা কাজি শামিম আহমেদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক নুসরাত জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকতা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.