প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
পুঠিয়ায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর অধীনে ‘শিখা প্রকল্পের' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর পুঠিয়াতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘শিখা প্রকল্প’। জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা মুক্ত পরিবেশ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীসহ সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেখানে সবার সমান অধিকার থাকবে। জেন্ডারভিত্তিক সহিংসতাকে শুধু মাত্র নারীর সমস্যা হিসেবে না দেখে বরং এটি কে মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন সমাজের সকল পর্যায়ের ব্যক্তিরা ব্যক্তিগতভাবে নারী-পুরুষের সমতার গুরুত্ব উপলব্ধি করবে।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা মোঃ সাবির হোসেন। এ সময় তিনি বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।
সোমবার (২৬ মে) বেলা ১১ টায় পুঠিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা মোঃ সাবির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ শাহিনুর খাতুন, সমাজ সেবা কর্মকর্তা, মোঃ রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ রুহুল আমীন, তথ্য কর্মকর্তা, মোছাঃ কামরুন নাহার, সুশীল সমাজ প্রতিনিধি, প্রধান শিক্ষক বৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.