আজ বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের ১৫ টন লবণ বিতরণ

editor
প্রকাশিত জুন ৩, ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ
কালীগঞ্জে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের ১৫ টন লবণ বিতরণ

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার লক্ষ্যে উপজেলার ১৮টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লবণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ নিজ হাতে মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রধানদের মাঝে বিভিন্ন পরিমাণে লবণ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাস্টার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ।

প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাকে তাদের প্রয়োজন অনুযায়ী লবণ বরাদ্দ দেওয়া হয়। সরকারি এই সহায়তায় ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।”