আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দৈনিক ইনফো বাংলা’র মাদক বিরোধী গণসচেতনতা  ক্যাম্পিং   

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
সিলেটে দৈনিক ইনফো বাংলা’র মাদক বিরোধী গণসচেতনতা  ক্যাম্পিং   

Sharing is caring!


Manual7 Ad Code
সিলেট ডেস্ক:
দেশ ভয়াবহ মাদক সন্ত্রাসের করালগ্রাসের অন্ধকারে নিমজ্জিত যুব সমাজকে আলোর পথে পরিচালিত করতে এবং মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে দৈনিক ইনফো বাংলা ঘোষিত দেশব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং ২০২৫ একটি কুঁড়ি দুটি পাতার শহর সিলেটে সপ্তাহব্যাপী কর্মসূচি ১ জুন থেকে ১৪ জুন নগরীর বিভিন্ন এলকায় দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া সার্বিক তত্ত্বাবধানে শনিবার ১৪ জুন সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের নূরানি দিঘির পাড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
সিলেটে ইনফো বাংলার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ,  বিশেষ অতিথি ছিলেন নুরানি দিঘি পাড় জামে মসজিদ এর সেক্রেটারী শাহ জামান আলী, গন্যমান্য উপস্থিত ছিলেন খোরসেদ আলম, সুলতান সালেক আহমদ পলাশ, দৈনিক আজকের বাংলা সিলেট প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।
গণসচেতনতা মূলক ক্যাম্পিং এর উদ্বোধন করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা তারেক আহমদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল এম আর,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, মহিলা সম্পাদক জেসমিন আক্তার,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নওরিন বেগম,
সদস্য রুনা বেগম,আকরাম খান বাপ্পি, নাদিয়া, ফয়েজ আহমেদ বাপ্পি, জয়,সায়েম, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
সচেতনতামূলক বক্তব্যে বক্তাগণ বলেন মাদক দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড ভেঙে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করে রেখেছে এ সমাজকে। সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। বক্তাগণ ইনফো বাংলার এই উদ্যোগকে অভিবাদন জানিয়ে বলেন মাদক সন্ত্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। যেমন-পারিবারিক শিক্ষা, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বন্ধুত্বপূর্ণ সমাজ গঠন, আইনি ও প্রশাসনিক পদক্ষেপ, কাউন্সেলিং ও মানসিক সহায়তা সর্বোপরি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
Manual1 Ad Code
Manual8 Ad Code