প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ
ভোলা ৪ আসনের রাজনীতিতে হবে মেরুকরণ

গাজী তাহের লিটন, ভোলা
সাবেক ছাত্রদল নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ভোলার চরফ্যাশনের বিভিন্নস্থানে
বিএনপির পক্ষে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেেছেন।
স্থানীয় পর্যায়ে গুঞ্জন উঠেছে তিনি ভোলা - ৪ (চরফ্যাশন- মনপুরা) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো দুইজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
শনিবার (০৫ জুলাই) উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, তিনি গতকাল ও আজ সকাল থেকে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া বাজার, রুহুল আমিন চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, অলি ব্যাপারীর দোকান, খেজুরগাছিয়া বাজার, চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করেছেন।
কচ্ছপিয়া জামে মসজিদে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কার হবে। ৩১ দফায় সবকিছু বলা হয়েছে। আগামী সময়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য ভোট হবে। আর সে ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপি জয়যুক্ত হয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসবে।
রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। ভোলার চরফ্যাশন-মনপুরার রাজনীতিতে মেরুকরণ লক্ষ্যণীয়। শেষ পর্যন্ত কে মনোনয়ন পাবেন, কে পাবেন না, এ বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ের জনগণের মাঝে আলোচনার ও গুঞ্জন বেশ জমে উঠেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.