প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
সোহাগ হত্যার প্রতিবাদে বিএইচআরসি সিলেট জেলা শাখার মানববন্ধন

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে জনসমক্ষে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখা।
সোমবার (১৪ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিমের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকাশ্যে দিনে-দুপুরে এভাবে মানুষ হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা চরম উদ্বিগ্ন। এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রকৃত বিচারের জোর দাবী জানিয়ে তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে দোষীদের রক্ষা করার সংস্কৃতি বন্ধ করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বদরুল আলম, লিটন মিয়া, আজিম উদ্দিন, বাহারুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রনি, কামরুল ইসলাম, শাহীন হোসেন, নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম আলমাস, সোহেল মিয়া, অর্থ সম্পাদক মোশাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাম উদ্দিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক কুবাদ বখত চৌধুরী রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.