তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় কাঠামোর মধ্যে সংস্থাপন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহে ২ কোটি ৯২ লাখ এবং ডেঙ্গু-করোনা মোকাবিলা ও নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা।
এছাড়া সড়কবাতি খাতে ১০ লাখ, ত্রাণ তহবিলে ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণে ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতিতে ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণায় জানানো হয়, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন সরকারি অনুদান থেকেই এসব ব্যয়ের উৎস সহায়ক হবে।
উল্লেখ্য, গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপি'র আহ্বায়ক শামিম আহমদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধি।
বাজেট ঘোষণার সার্বিক সহযোগিতায় ছিল এনজিও ম্যাক বাংলাদেশ এবং রাইজিং ফর রাইটস প্রজেক্ট।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.