প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ
চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক ভাড়া বাসায় ঢুকে চুরি এবং পরে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট।
ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।
ওই সময় ঘরে থাকা ভুক্তভোগীর দুটি শিশু সন্তান আতঙ্কে কেঁদে ওঠে। দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার পর আশপাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে রাতেই পুলিশ কনস্টেবল স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিস্তারিত শুনে থানায় যান এবং পরদিন সকালে মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.