প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
দেলদুয়ারে জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশের প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত

এম. এ. মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৯ জুলাই রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় দেলদুয়ার উপজেলা সদরের কেন্দ্রীয় স্থান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল মোমিন, সেক্রেটারি আব্দুল রহমান, কর্মপরিষদ সদস্য মির্জা রাশিদুল হাছান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,"আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত সাত দফা দাবি সামনে রেখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনগণের মতামত ও অধিকার রক্ষায় আমাদের এই জাতীয় সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে,ইংশাআল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার, ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ সফল করতে সারাদেশে প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও জনসংযোগ কর্মসূচি চলমান রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.