তিমির বনিক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতারা।
বুধবার (১৬ই জুলাই) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমূহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ব্লকেড কর্মসূচী ঘোষণার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বদ্ধপরিকর থাকায় কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম বলেন, এটা শুধু একটি দলের ওপর হামলার প্রতিবাদ নয়, এটা আমাদের কথা বলা ও বাক স্বাধীনতার অধিকার রক্ষার লড়াই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে আগামীর বাংলাদেশ চলতে পারে না। প্রতিবাদে সোচ্চার মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.