প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ই জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও গল্প বলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম,এনসিপির জেলা সমন্বয়ক এহসান জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, সাংবাদিক হোসাইন আহমদ,কাজী মনজুর আহমেদ,আব্দুস সালাম হাসানুল বান্না সজিব, দিলরুবা আক্তার তমা, ওয়াদূদ ফারুক,শফিকুল ইসলাম,মোজাম্মেল হক লিটন,সুমন ভূইয়া,শাহ মিছবাহ প্রমুখ।
ছাত্ররা জুলাই বিপ্লবের আন্দোলন চলাকালে মৌলভীবাজার জেলায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও পুলিশ লীগের নৃশংস হামলার শিকার এবিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জাকারিয়া আহমদ ও তার দল। অনুষ্ঠানে জুলাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.