প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
কুলাউড়া সীমান্ত এলাকায় তিন যুবক বিএসএফের জালে

তিমির বনিক:
মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কুলাউড়া থানা পুলিশ শুক্রবার (১৮ই জুলাই) এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক যুবকদের পরিবার সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে ভারতীয় বিএসএফ।
আটককৃতরা হলেন-উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ এর সৈনিক হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎবিহীন থাকার কারণে অনেকেই কোন কিছু বুঝে উঠতে পারেননি।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, আমার ভাই মাসুক সহ সোহাগ ও সিপার বাংলাদেশ অংশের ভেতরে মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় (বিজিবি) বর্ডার গার্ডকে জানিয়েছি।
উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন মিয়া বলেন, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলো বলে জানতে পেরেছি। পরে ভারতীয় বিএসএফ সৈনিকরা এসে ধরে নিয়ে যায়। বিজিবি'কে জানানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি'র ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফ এর সাথে যোগাযোগ করছি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.