প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
সড়কের বেহাল দশায় ভোগান্তির শিকার মাটিকাটার বাসিন্দারা

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা:
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সালকি মাটিকাটা গ্রামের কাঁচা সড়কের বেহাল দশায় গ্রামবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।
এলাকাটি সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মদন-নেত্রকোণা ডিসি রাস্তা থেকে নাছিবপুর মোড়ের ৩০০ ফুট পশ্চিমে শাহ সুলতান রোড থেকে মাটিকাটা শহিদ মিয়ার বাড়ির সামনে থেকে শুরু হয়ে মাটিকাটা গ্রামের জামে মসজিদ পার হয়ে শালকি গ্রামের মসজিদ থেকে নিক্সন মাষ্টারের বাড়ি পর্যন্ত এবং শালকি মসজিদ থেকে শ্রীপুর ব্রীজ হয়ে ভিসি রাস্তা পর্যন্ত পাশাপাশি শালকি মসজিদ থেকে আসন কলি মাজার ও ঈদগাহ মাঠ পর্যন্ত মাটির সড়কটি বর্ষাকালে পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।
শনিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দা মোঃ একদিল মিয়া, মোঃ কামাল হোসেন, শহিদুল আলম,স্বপন মিয়া,জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান যে, রোগী নিয়ে শহরে যেতে গেলে, ছাত্র ছাত্রীরা স্কুল-কলেজে যেতে, স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য-ফসলাদি শহরে নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি সড়কটির এমন দশার কারনে প্রায়শই নানা দূর্ঘটনা ঘটছে। তারা আরো বলেন, তাদের ছেলে-মেয়েদের বিয়ে-শাদীর আলাপ আসলে সড়কের বেহাল দশার কারনে ভেঙ্গে যায়। সড়কটির কারনে তারা অন্যান্য এলাকার থেকে সামাজিক, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে।
এমতাবস্থায়, সড়কটি পাঁকাকরণ ও নির্মাণে সরকারের যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.