প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
কাপাসিয়ায় স্কুল চলাকালীন ছুরিকাঘাতে দপ্তরি খুন

আকরাম হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের একজন দপ্তরিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
নিহত দপ্তরির নাম আরিফ হোসেন (৩২)। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কীর্তুনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটে ২০ জুলাই রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, “স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, “প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব তাকে মৃত ঘোষণা করেন।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, পুর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.