প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা

তিমির বনিক:
"ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি'র মোর্শেদ আলম। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।
এসময় বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা ব্যক্ত করেন। একজন দক্ষ চালক পারেন বহনকারী যানের মানুষদের জীবন রক্ষায় মূখ্য ভূমিকা পালন করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.