প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
৩ বাংলাদেশীকে ৪৮ ঘন্টার মধ্যে ফেরতের আল্টিমেটাম কুলাউড়া বিএনপি’র

তিমির বনিক:
ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার(২২শে জুলাই ) বিকেলে উপজেলা বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান প্রমুখ।
এড. আবেদ রাজা বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে যাওয়া অন্যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বাংলাদেশহিসেবে আমাদের অগ্রগতি তাদের সহ্য হচ্ছেনা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে আটককৃতদের ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। অন্যতায় সীমান্তে জনপদের মানুষ নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ সীমান্তের ভেতর হরিপুর এলাকায় মাছ ধরছিলেন সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। এ সময় ১৫ থেকে ২০ জন ভারতীয় সীমান্তরক্ষাবাহিনী বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি। তারা বর্তমানে ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানার জেল হাজতে রয়েছেন বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.