প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
পরিবার সমেত পবিত্র ওমরাহ হজ্বে গেলেন সাংবাদিক শেখ সিরাজ

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজার জেলা শহর থেকে প্রকাশিত একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নিউজ টুয়েন্টি-ফোর টেলিভিশন ও ডেইলি সান এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেল পৌঁনে ৬টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর হতে বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে স্ত্রী সিলেট জজ কোর্টের এডভোকেট কুলসুমা বেগম এবং একমাত্র সন্তান শেখ রিয়াদ ইসলাম স্বপ্নকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন।
সৌদি আরব ২ সপ্তাহ অবস্থানকালে পবিত্র ওমরাহ পালন সহ সাংবাদিক শেখ সিরাজ পরিবার নিয়ে পবিত্র মক্কা মোকাররম ও মদিনা মনোয়ারার বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং ধর্মীয় রীতিনীতির আলোকে নবী-রাসূল ও সাহাবিদের সমাধি জিয়ারত করবেন।
ওমরাহ পালনের জন্য সৌদি আরব রওনার আগে সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রিয় শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, সহকর্মীবৃন্দ সহ মৌমাছি কন্ঠের পাঠকবৃন্দের প্রতি সময় সল্পতার জন্য সবার কাছ থেকে বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, আপনারা দোয়া করবেন যেন পরিবার নিয়ে শুদ্ধ-সহীহভাবে হজ্জব্রত পালন করতে পারি। পবিত্র ওমরাহ পালনকালে আমি অবশ্যই দেশ, জাতির ও আপনাদের কল্যাণে বিশেষভাবে দোয়া করব, ইনশা আল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.