প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা

আসাদুজ্জামান তালুকদার:
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিন আগে যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় সহকারী শিক্ষক রুবি আক্তারকে শোকজ করেন তিনি।
পরে বুধবার দুপুর ১টার দিকে হাফিজুর রহমান মিস্টার ও মুন্না খান শাহীন বিদ্যালয়ে প্রবেশ করে তাকে ‘নারীদের ইভটিজিং’ করার অভিযোগ তুলে হেনস্তা করেন। এমনকি তাঁর পাঞ্জাবির কলার ধরে বাইরে নিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
সহকারী শিক্ষিকা রুবি আক্তার জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত তাকে যৌন হয়রানি করে আসছিলেন। এরই প্রেক্ষিতে অযথা আমাকে শোকজ করেন। এবিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষকের স্ত্রী ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা কোহেন বিদ্যালয়ে গিয়ে ওই ঘটনার জন্য সহকারী শিক্ষক রুবি আক্তারকে চড় মারেন বলেও জানা গেছে। তিনি আরো জানান, জাহাঙ্গীর আলম এর আগেও যেসব বি
এবিষয়ে আটপাড়া উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল জানান, সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমরা বিষয়টি তদন্ত করছি, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.