প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভুইয়া। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এ সময় ফাইম বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।
তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি।
ফাইম আরও বলেন, আমার বয়স যখন ১১ বছর সে সময় আমার নাম ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে।
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.