প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কিওর-এর ফল উৎসব অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে "দেশী ফলের সাথে শিক্ষার্থীদের পরিচিতি" স্লোগান ধারণ করে ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার ব্লুমিং রোজেস বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দের উপস্থিতিতে উৎসবটি আনন্দঘন এবং মানবিকতার এক অনন্য বার্তা নিয়ে উদযাপন করা হয়।
ফল উৎসবে কিওর-এর উপদেষ্টা এম. মুহিবুর রহমান, শামসুল ইসলাম রাসেল এবং নাট্যশিল্পী ও আবৃত্তিকার শাহিন ইকবাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কিওর-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া জানান, আমাদের লক্ষ্য হচ্ছে সব শিশুর জন্য সমান সুযোগ। অসমর্থতা ও সীমাবদ্ধতাকে পাশে রেখে, তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সুখের বীজ বপন করা। প্রত্যেক শিশুর জীবনে সমান মর্যাদা ও ভালোবাসা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।
তিনি বলেন, সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। ফল উৎসবও আমাদর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে একটি। উৎসবে উপস্থিত থেকে যারা উৎসবকে প্রাণবন্ত করে তুলেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.