প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
বাঘায় প্রকৃতি-পরিবেশ রক্ষায় বৃক্ষরপণের আহ্বান বাপার

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পৌর এলাকার নারায়নপুর বাজারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন- বাপার উপজেলা কমিটির সভাপতি ড.আব্দুস সালাম লাভলু। বক্তব্যকালে তিনি বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা বাঘার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করে আরো এগিয়ে যেতে চাই।
বাপার পৌর কমিটির কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপার উপজেলা কমিটির সাধারন সম্পাদক,সহকারি অধ্যাপক হামিদুল ইসলাম,সহকারি অধ্যাপক নিরেন্দ্রনাথ সরকার, বাপার বাঘা পৌর কমিটির সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা,প্রভাষক সোহেল রানা, মহিলা সম্পাদিকা রানু আক্তারি, বাপার আড়ানী পৌর কমিটির সাধারন সম্পাদক আশাদুজ্জামান মাসুদ প্রমুখ।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বক্তব্য শেষে মাইলস্টোন স্কুলে বিমান বিধস্তের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল নিহতের স্বরণে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শোক প্রকাশ করা হয়।
পরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় অপূর্ব কুমার সাহা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকলকে বৃক্ষ রোপণের আহ্বান জানান। উপস্থিত ছিলেন- বাপার পৌর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শরিফ মন্ডল,আব্দুল হামিদ মিঞা প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.