প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের শিশু-কিশোর সাহিত্য-সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

উৎফল বড়ুয়া:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চল কতৃক আয়োজিত শিশু-কিশোর সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বর্ষাকালীন সঙ্গীত উৎসব ২০২৫ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তন অতীশ দীপঙ্কর সড়ক (সংঘনায়ক শুদ্ধানন্দ সড়ক), বাসাবো, সবুজবাগ, ঢাকাতে শনিবার ২৬ জুলাই ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ - ঢাকার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের সৃজনশীল প্রকাশ, সাহিত্য ভালোবাসা ও সুরের মাধুর্যে মুখর ছিল গোটা মিলনায়তন।
পুরস্কার বিতরণী পর্বে প্রতিযোগীদের উজ্জ্বল মুখ এবং সঙ্গীত উৎসবে দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা প্রতিভাবান ও সম্ভাবনাময়।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বসমূহ ও অতিথিবৃন্দ শুভ উদ্বোধন করেন Ms. Ann Mary Goerge Director, Indian Cultural Center, Dhaka.আশীর্বাদ প্রদান করেন: শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথের মহাধ্যক্ষ, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স, সম্মানীত অতিথিদের ভাষণ: সজীব বড়ুয়া ডায়মন্ড সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–চট্টগ্রাম, প্রফেসর ড. সুবর্ণ বড়ুয়া চেয়ারম্যান,আন্তর্জাতিক বিজনেস স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,ও রিপাবলিক ইন্সুইরেন্স পি এল সি,সীমান্ত বড়ুয়া মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটি সম্বর্ধিত অতিথি:প্রফেসর ডা.মনোজ কুমার বড়ুয়া,ডেন্টাল ইউনিট প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ,চিন্ময় বড়ুয়া রিন্টু চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটি ও বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট, Vice president, World Alliance of Buddhist. WAB.প্রধান অতিথির ভাষণ প্রদান করেন:লায়ন রূপম কিশোর বড়ুয়া, PMJF প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও বিবিজেপি ট্রাস্ট। স্বাগত ভাষণ প্রদান করেন সজীব বড়ুয়া সাজু সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা ও ট্রাস্টি,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট। সভাপতির ভাষণ সৌমেন চৌধুরী সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–ঢাকা,ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস সিংহ অর্থ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–ঢাকা।
২য় পর্বে বর্ষাকালীন সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী পীযুষ কান্তি বড়ুয়া, রিতু বড়য়া,অশ্রু বড়ুয়া সহ সংগঠনের একঝাক শিল্পীবৃন্দ, অর্কিড একাডেমি, দিবা বড়ুয়া এর পরিচালনায় ছিল নৃত্য, পুরো অনুস্ঠান উপস্থাপনায় ছিলেন তাথৈ ও উপমা বড়ুয়া।
পরিশেষে ছিল বুফে নৈশভোজের ব্যবস্থাসম্পুর্ণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আমাদের বিবিজেপি জাতীয় কমিটি ও বিবিজেপি ট্রাস্ট এর সুযোগ্য চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
বর্ণাঢ্য এই আয়োজনে য়ারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিকভাবে যারা সহায়তা করছেন, ইস্পাহানি টি লিমিটেড ফ্রি বিস্কুট ও চা প্রদান করেছেন, আইন শৃংখলা বাহিনী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর বিভিন্ন অঞ্চল হতে আগত নেতৃবৃন্দ,ঢাকার বিভিন্ন সংগঠন হতে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.