প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
মৌলভীবাজার সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তিমির বনিক:
মৌলভীবাজার সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯শে জুলাই) দুপুরে এ উপলক্ষে কলেজের হল রুমে এক সংবর্ধনার আয়োজনে কলেজের শিক্ষার্থীরা তাদের অসাধারণ ফলাফল অর্জনের জন্য সম্মানিত করা হয়।
এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সম্পাদক জুলফিকার মোহাম্মদ আবদুর রব।
প্রধান অতিথি হািসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মোঃ রফি উদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ শরিফুল রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মালিক,অভিভাবক আব্দুর রউফ,এড. জাহিদুল ইসলাম কচি।
এসময়ে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও কলেজের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী সংবর্ধনা যা শিক্ষার্থীদের মধ্যে মনোবল বৃদ্ধি এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে আগামী দিনের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.