প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
বাঘায় অভিযান দেখে তালা দিয়ে পালিয়ে গেল ক্লিনিক কর্তৃপক্ষ

দোয়েল ,বাঘা,রাজশাহী,(প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয় । এসময় ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার করে মোট ১৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) দুপুরে বাঘা সদরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার। এসময় আরও উপস্থিত ছিলেন ডা আবুল এহ্সান (এ্যানেসথেসিওলজি)।
অভিযানের বিষয়টি টের পেয়ে সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার নামে এক ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। গত ২৬ জুলাই এই ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে ।
এসময় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেজিস্টার সংরক্ষণ না থাকায় পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার,জননী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারসহ ৩টি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে ৫ হাজার করে মোট ১৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বলেন, বিভিন্ন অপরাধে ৩টি ডায়াগনষ্টিক সেন্টার জরিমানা আদায় করা হয়েছে । এবং সেবা ডায়াগনষ্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠান আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.