প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
নাগরপুরে IBWF এর নেত্ববৃন্দের সাথে জেলা সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীদের শীর্ষ জাতীয় সংগঠন ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর নাগরপুর উপজেলা শাখার নেত্ববৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনের টাঙ্গাইল জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা IBWF-এর দায়িত্বশীল মো. জিয়াউর রহমান জিয়া।
শনিবার (২ আগস্ট) বিকালে স্থানীয় একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী বলেন,
“IBWF ব্যবসায়ীদের অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। নাগরপুর শাখার নেতৃত্বে ঐক্য ও কর্মদক্ষতা আমাদের আশাবাদী করে তুলেছে। সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করে যেতে হবে।”
IBWF নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন“আমরা চাই নাগরপুরে ব্যবসায়ীদের মাঝে সহযোগিতা, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক গড়ে উঠুক। সংগঠন যেন কেবল একটি নাম নয়, বরং একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠে—এটাই আমাদের লক্ষ্য। জেলা নেতৃবৃন্দের দিকনির্দেশনা আমাদের এ পথচলায় সহায়ক হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. বিপ্লব, প্রচার সম্পাদক আব্দুল মজিদ, ইসলামী ব্যাংক লাউহাটি শাখার পরিচালক হাফেজ মাসুদ হাসান, সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.