প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত
আসাদুজ্জামান তালুকদার:
নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে’শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদ রমজানের কবর জিয়ারতের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রীজ এলাকা থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক আলোচনা সভা।
শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,
আলোচনা সভায় বক্তারা বলেন,রমজান আলী ছিলেন শ্রমজীবী একজন সাধারণ মানুষ,যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আজ শহীদ হয়েছেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,রমজান যে কারণে শহীদ হয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন,তার সেই স্পিরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই।"
রমজানের মা বলেন,আমার ছেলের জন্যে দোয়া করি। আপনারাও দোয়া করবেন,সে যেন শহীদের মর্যাদা পায়।"
জানা যায়,চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান আলী পরিবারে অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি জমান এবং আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব'কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.